দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সরোত বালা (৫৬) নামে ১ জন নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শহরের মহারাজা স্কুল মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত সরোত বালা দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর এলাকার মৃত নগেন রায়ের স্ত্রী।
নিহতের ছেলে তাপস রায় বলেন, তিনি তার মাকে নিয়ে মোটরসাইকেল করে কাহারোল উপজেলার দশমাইল এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে শহরের মহারাজা স্কুল মোড়ে স্পিডব্রেকার পার হবার সময় পিছনে থাকা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এ সময় তার মা রাস্তায় পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। কোতয়ালী থানার মাওলা রেজা বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।