শাহ মোহাম্মদ দুলাল আহমেদ: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ’র নবনির্বাচিত কমিটির অভিষেক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ২৬ জানুয়ারী শারজায় অবস্থিত বাংলাদেশ সমিতি হল রুমে উক্ত কমিটির অভিষেক এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ উন্নয়ন পরিষদ এর সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী মোঃ আব্দুল কাইয়ুম’র সভাপতিত্বে উক্ত পরিষদের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জুয়েল’র সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই উত্তর আরব আমিরাতের মান্যবর কনসাল জেনারেল বি.এম জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ লুৎফর রহমান, প্রধান উপদেষ্টা হবিগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন,সভাপতি সংযুক্ত আরব আমিরাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু আশিষ বড়ুয়া,সভাপতি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুস সবুর,সভাপতি বাংলাদেশ সমিতি দুবাই,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বাশার, সভাপতি বাংলাদেশ সমিতি শারজাহ.বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর আলম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রকৌশলী কামরুল হোসেন, বক্তব্য রাখেন সহ সভাপতি কামরুল সরদার, সহ-সভাপতি আব্দুল মান্নান, কার্যকরী কমিটির সভাপতি শেখ মুহিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলী, হাসানুজ্জামান রুবেল, আজিজুর রহমান মামুন, মুশাঈদ খান সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আজমল হোসেন, আবু সাঈদ,আব্দুল মোতালিব, সোলেমান মানিক,আব্দুল হাই প্রমুখ।