এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে প্রজন্মের প্রতিধ্বনির চেয়ারম্যান মোঃ রেজাউল আজাদ ভুঁইয়ার সার্বিক সহযোগিতার আয়োজনে এস, এস, সি ও সমমানের শিক্ষার্থীদের সংবর্ধনা , নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লাখাই উপজেলা অডিটরিয়াম হলে জহুরুল ইসলামের সভাপতিত্বে ও গোলাম সারোয়ার ভুইঁয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন লাখাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম , মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকএডঃ ছালেহ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মাসুকুর রহমান, ডঃ তানিয়া চৌধুরী,প্রভাশক ফজলে এলাহী ফরহাদ, প্রিন্সিপাল আবু সাঈদ জুনাইদ, দিল আফসানা আঁখি, প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী, এডঃ আয়াতুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, লাখাই উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দীন।
আরো উপস্তিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুখ।। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৪৮ জন ছাত্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। এ ছাড়াও ২ জন মহিলা উদ্যোক্তা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আজিজুর রহমান গীতা পাঠ করেন শিক্ষার্থী উপমা দাস।
অনুষ্ঠান শুরুতে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রজন্ম প্রতিধ্বনির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আওয়াল ভুঁইয়া সহ উপস্থিত অতিথিবৃন্দ।
এবং স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ-সভাপতি আব্দুল আওয়াল ভুঁইয়া। পরিশেষে এস এস সি ও সমমনা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথি বৃন্দ।