এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার এস আই বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় তেঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুনেশ্বর গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে মাসুক মিয়াকে গ্রেপ্তার করে। এবং বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এস আই ভজন চন্দ্র দাস, এবং এস আই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে পশ্চিম রুহিতনশী গ্রামের মৃত ধন মিয়ার ছেলে মুহিত মিয়া(২৪) ইউনুস মিয়ার ছেলে ইয়াছিন মিয়া এবং মানপুর গ্রামের মৃত আব্দুল ছামাদের ছেলে আল আমীন (৩০) ও ফারুক মিয়ার ছেলে মুনায়েল(৩৫) আসামীদের কে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার (২৭ জানুয়ারি) গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার ওসি তদন্ত চম্পক দামের সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।