নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় গোপন বৈঠক থেকে জামায়াত শিবিরের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৭ টার দিকে উপজেলার নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন (৫২), মাসুদ রানা (২৬), মাইনুল ইসলাম (৫৫), মাছুম বিল্লাহ্ (৩০), সামসুল আলম (৫৯), হোসাইন ইসলাম দুখু (২৬), তহিদুল ইসলাম (৫৬), আজম উদ্দিন (৫৬), মো. আলাউদ্দিন (৩৫), আফজাল হোসেন (৪৮), আবদুস সালাম (৩৫), আবদুস সালাম (৪৬), রেজাউল ইসলাম (৩৮), গুলবর রহমান (৩৬) ও উজ্জ্বল হোসেন (৪০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী জানান, নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে গোপন বৈঠকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।