শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে চোরাই মোবাইল ফোন ও ১টি ল্যাপটপসহ চোরাই চক্রের সদস্য সিয়ামকে আটক করেছে পুলিশ। আটককৃত সিয়াম করড়া গ্রামের ছায়েদ মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (২৬জানুয়ারি) রাত ভোর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে এসআই রাজিব কুমার রায় সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ সিয়াম নামে এক জনকে আটক করা হয়।
ওই সময় চোর চক্রের সদস্য সিয়ামের কাছ থেকে ১৮ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা এবং মোবাইলের আইএমই নাম্বার পরিবর্তনের কাজে ব্যাবহৃত একটি ল্যাপটপ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।