নিজস্ব প্রতিনিধিঃ জুয়াড়ীদের বিরুদ্ধে বানিয়াচং থানা পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে এ এসআই (নিঃ) রিমন ঘোষ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার দিকে বানিয়াচং থানাধীন ৯নং পুকড়া ইউপিস্থ আউয়াল মহল বাজার (মাদানীগঞ্জ) এর পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্থানীয় তাজুল মিয়ার দোচালা টিনসেডের পরিত্যক্ত ছোট ঘরে একদল জুয়াড়ি খেলায় মগ্ন ছিল, জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় এ এসআই (নিঃ) রিমন ঘোষ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় জুয়ারী পুকড়া ইউনিয়নের সাহেপুর(হাইপুর) এর সানু মিয়ার ছেলে ইকবাল মিয়া(৩২),আউয়াল মহাল গ্রামের আব্দুল হাসিমের ছেলে আব্দুল হামিদ (৫০) কাটখাল গ্রামের ফুল মিয়ার ছেলে মানিক মিয়া(৩০)কে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫,৫৪০/-টাকা ও জুয়া খেলার ৩৮০ পিস তাস(কার্ড) জব্দ করা হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে বানিয়াচং থানায় জুয়া আইনে মামলা রুজু করে আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।