নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার নর্থ ইংল্যান্ড সাংস্কৃতিক সংগঠনের উদ্দ্যোগে গতকাল রবিবার দিবাগত রাতে নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, সম্মাননা ক্রেষ্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । সংগঠনের সভাপতি মোঃ লেবু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম, মুজিবুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংবর্ধিত ব্যাক্তি নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মুকিত ,জেলা জাতীয় পাটির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সারোয়ার শিকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক গোপাল রায়।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা শাহ্ আব্দুল করিম বাউল গোষ্টীর সভাপতি প্রানকৃষ্ণ গোপ,নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু, বর্তমান যুন্ম সাধারণ সম্পাদক মোঃ নাভেদ মিয়া, কোষাধ্যক্ষ মুজাহিদ আলম চৌধুরী, সাংবাদিক মোঃ আলাল মিয়া,বুলবুল আহমদ, জুয়েল আহমদ,বদরুল ইসলাম,নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক দবির মিয়া ভান্ডারি, গীতিকবি আব্দুল মুকিত প্রমুখ।
সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া সহ প্রেসক্লাবের নব নির্বাচিত নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও গুণীজনদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংঙ্গীত পরিবেশন করেন,বাউল প্রানকৃষ্ণ গোপ, বাউল সিরাজ উদ্দিন,আফরোজ দেওয়ান,জুই সরকার, জান্নাত সরকার প্রমুখ।