মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন দুটি ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের।
বৃহস্প তিবার (২৯ জুলাই) ২১ইং বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, হবিগন্জ মহোদয়ের নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় সদর হাসপাতাল সংলগ্ন নবীগঞ্জ ফার্মেসী কে ৬,০০০/- ও জনতা ফার্মেসী কে ৫,০০০/- জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা সেনিটারী ইন্সপেক্টর জনাব ফরিদা ইয়াসমিন ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।