স্টাফ রিপোর্টার: ৩৬ বছর পর বিশ্বকাপের সেই সোনালি ট্রফি ধরা দিয়েছে লিওনেল মেসিদের। তৃতীয়বারের মতো বিশ্ব সেরাদের অগণিত সমর্থকের দেশ বাংলাদেশও ভেসেছে বিশ্বকাপ জয়ের আনন্দে। লাল-সবুজদের আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা এবার পুরো বিশ্ব দেখেছে।
সেই সুবাদে বাংলাদেশে জুন মাসে আসছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। এমন খবরে সব আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসার কথা, তবে এক্ষেত্রে আলবিসেলেস্তেদের ফ্যান হয়েও হতাশা প্রকাশ করেছেন সমাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি মনে করেন বর্তমান সময়ে মেসিদের এ দেশে আনা ঠিক হচ্ছে না। ডলার সংকটের সময় আর্জেন্টিনাকে দেশে আনা বিবেকহীন একটি কাজ হবে। ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, ‘ প্রায় ২০০ কোটি টাকা খরচ করে আর্জেন্টিনা টিম ও মেসিকে নিয়ে আসা হবে জুন মাসে বাংলাদেশে।
আর একেই সময়ে চট্টগ্রামে জাহাজ অপেক্ষা করছে, খালাস করতে পারছে না টাকা বা ডলার পেমেন্ট করতে পারতেছি না।