নিজস্ব প্রতিনিধি: শরীয়তপুর গোসাইরহাটে নব নির্মিত উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় গোসাইরহাট উপজেলা চত্বরে এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের এর আয়োজনে এই উদ্বোধনী কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে ৭কোটি ৯৮লক্ষটাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন এবং ৮৭লক্ষটাকা ব্যয়ে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী,ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, এলজিইডি – উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদার, উপজেলা কৃষি অফিসার মো.শাহবুদ্দিন, উপজেলা প্রকৌশলী দশরথ কুমার বিশ্বাস প্রমুখ।