এম এ ওয়াহেদ লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ লাখাইয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত।
বুধবার (১৮) জানুয়ারি বিকাল ২ ঘটিকার সময় লাখাই উপজেলা অডিটরিয়াম হলে লাখাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিছ মিয়ার সভাপতিত্বে ও ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, লাখাই প্রাথমিকের ইনস্ট্রাকটার ইউ আর সি এস এম আব্দুল্লাহ হাসান।
আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রানেশ চন্দ্র দাস, শিক্ষিকা সপ্না বেগম, শিক্ষক এমদাদুল ইসলাম, শিক্ষক আলাউদ্দিন, শিক্ষক সেলিম বাহার, প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ও শিক্ষক আইন উল্যাহ প্রমুখ।বিদায় সংবর্ধনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুক ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ ভট্টাচার্য। শেষে বিদায়ী মজনুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।