স্টাফ রিপোর্টার: বাহুবলে সন্ধ্যা রাতে বাসায় ঢুকে বৃদ্ধা মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মি স্টাইলে স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ডুবাঐ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ডুবাঐ আব্দাকামাল গ্রামের হাজী মোহাম্মদ আলী রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডুবাঐ মাদ্রাসা মসজিদে এশার নামাজ পড়তে যান। এ সুযোগে একদল দুর্বৃত্ত তার ডুবাঐ বাজারের বাসায় প্রবেশ করে, এসময় হাজী মোহাম্মদ আলীর স্ত্রী হাজী মোছাঃ গুল বানু(৫০) তাদেরকে বাঁধা দেয়ার চেষ্টা করলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দ্রুত বৃদ্ধা মহিলার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন,হাতের বালা, নাক ও কানের দোল সহ প্রায় ২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এমতাবস্থায় ওই বৃদ্ধা মহিলা শোর-চিৎকার শুরু করলে বাসার ভাড়াটিয়া ও হাজী মোহাম্মদ আলী এগিয়ে আসতে থাকলে দুর্বৃত্তরা বাসার দেয়াল টপকে পালিয়ে যায়। এসময় মামুন মিয়া(২৫) নামে একজনকে চিনতে পারেন তিনি। সোমবার বেলা ২ টার দিকে গোলগাঁও গ্রামের কদ্দুস মিয়ার ছেলে মামুন মিয়া ডুবাঐ বাজার হয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করলে মামুন মিয়া এলাকাবাসীর সামনে ঘটনাটি স্বীকার এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে।এর কিছুক্ষণ পর প্রতিবেশী ধুপাকাই গ্রামের আলাল মিয়ার ছেলে আবুল কালাম(২৩)কে আটক করেন এলাকাবাসী।পরে মামুন মিয়া ও আবুল কালামের কাছ থেকে বিস্তারিত শুনে থানা পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই অলি উল্লাহ,র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসলে এলাকাবাসী মামুন মিয়া ও আবুল কালামকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে রাতে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে হাজী মোহাম্মদ আলী প্রকাশিত মামদ হাজী বাদী হয়ে মামুন মিয়া(২৫) আবুল কালাম(২৩) সহ ৪/৫ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গতকাল মঙ্গলবার থানায় তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করা হয়। ওই মামলায় মামুন মিয়া ও আবুল কালামকে আদালতে প্রেরণ করে পুলিশ।