বিশেষ প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবলে ব্রিকফিল্ডে নির্যাতনে আহত শ্রমিক আজগর আলী (৩৫) নিহতের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। এব্যাপারে অবগত থাকলেও বাহুবল ও চুনারুঘাট থানা পুলিশ মুখ খুলতে নারাজ। এনিয়ে রহস্যের দানা বেঁধেছে।
খোজ নিয়ে জানা গেছে, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাও গ্রামের বাসিন্দা মৃত জাফর উল্লার ছেলে আজগর আলী একজন ব্রিকফিল্ডের শ্রমিক। এ সুবাদে সে পাশ্ববর্তী বাহুবলউপজেলার মিরপুর এলাকায় ভুলকোট গ্রামের পাশে নিউ পদ্মা ব্রিকফিল্ডে কাজ নেয়।
গত ১৩ জানুয়ারি তুচ্ছ বিষয় নিয়ে মালিক পক্ষ তাকে অফিসে আটকিয়ে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে আহতাবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে দুইদিন চিকিৎসা থাকাবস্তায় ১৫ জানুয়ারি রাতে আজগর আলী মারা যায়।
পরদিন ১৬ জানুয়ারি হাসপাতাল মর্গে লাশের সুরতহাল রিপোর্টের পর ওইদিন গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে গোলাগাও গ্রামের একাধিক ব্যক্তি জানান দাফনের আগে বাহুবল ও চুনারুঘাট থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে ঘটনার তথ্য লিপিবদ্ধ করে।
এদিকে উক্ত হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দিতে ফ্রিকফিল্ডের মালিক সহ একটি প্রভাবশালী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।