মীর দুলাল, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামে বাড়ির রাস্তা নিয়ে সালিশি মিমাংসার পরও দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক হত হয়েছে, গুরতর আহত ৪ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার শহরতলীর আলম পুর বাড়ির রাস্তা নিয়ে বড়হাটি ও কোনাবাড়ির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
স্থানীয় সুত্রে জানা যায় সকাল ৯ টা সালিশি বৈঠকের মাধ্যমে রাস্তা নিয়ে বিরোধের নিষ্পত্তি হওয়ার পর ও দুপুরে দুপক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে নারী পুরুষসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর অবস্থায় ৪ জন কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আনা হয়।
আহত ৩ জন টেঁটাবিদ্ধ ও একজনের ঠোটে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে।
আহত কোনাবাড়ির এবাদুর বলেন, তাদের নিজেদের রাস্তায় বড়হাটির লোকজন জোরপূর্বক বেড়া দিয়ে দেয়।
এই নিয়ে দু পক্ষের মুরুব্বিদের নিয়ে সকালে সালিশ বসে। সালিশি বৈঠকে সীমানা নির্ধারন করে দিয়ে বিষয়টি মিমাংসা হয়ে যায়।
তারপর দুপুরে বড়হাটির লোকজন দেশীয় অস্ত্রসহ সীমানার পিলার উঠিয়ে নেন।
তারপর কোনাবাড়ি গিয়ে দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে দুপক্ষের লোকজন ই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
আহত বড়হাটির নূর জালাল বলেন, কোনাবাড়ির লোকজন তাদের সীমানা ভেঙে বাড়িঘর ভাংচুর করে তাদের উপর দেশীয় অস্ত্র রামদা, দা দিয়ে হামলা চালায় এবং মহিলাদের গায়েও হাত তুলে। ২ জন মহিলাসহ তারা ২০ আহত হয়েছেন। সকলেই হবিগঞ্জ আধুনিক সদর হাসপালে চিকিৎসা দেয়া হচ্ছে।