বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি, নাত, নৃত্য, খেলাধুলা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে স্কুল প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ গ্রহণ করে। এর সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ।