যশোর প্রতিনিধি: যশোরের কেশব পুরে দরিদ্র পরিবারে মা, ছোট ভাই, বোনকে নিয়ে বসবাস করতো ছেলেটি। বয়স ১২ কি ১৩, একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে মা আর ছোট দুটো ভাই বোন নিয়ে কোন রকম চলতো।
মাদকসেবি কিছু বখাটে তার অটোরিকশা টি ছিনতাই করে নিয়ে যেতে চাইলে ছেলেটি বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে।পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যায়। তার মৃত্যুতে এলাকা জুড়ে সমালোচনার ঝড়বইছে।