বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টর চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একটি এক্সভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপাশা গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার হরিপাশা গ্রামের জিলন মিয়া নিজের মালিকানা জায়গা থেকে এক্সভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিজেরই একটি নতুন ঘরের বিট ভরাটের কাজ করছিলেন। এসময় প্রতিবেশী আহাদ মিয়ার শিশুপুত্র সামিউন আহমেদ(৮) রাস্তা দিয়ে যাচ্ছিলো।
এমতাবস্থায় অবৈধ মাটি বোঝাই ট্রাক্টর সামিউনের উপর দিয়ে চলে যায়, এসময় ঘটনাস্থলেই সামিউনের মৃত্যু হয়। খবর পেয়ে বাহুবল নবীগঞ্জ সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়ের্ ও অফিসার ইনর্চাজ রাকিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং থানার এস আই জসিম , এসআই আষিশ তালুকদার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান মডেল থানার অছি তদন্ত প্রজিদ কুমার দাস ।।