নতুন কুঁড়ি সিলেট নিউজ ডেস্ক রিপোর্ট : দীর্ঘ এক সপ্তাহের মাথায় সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলোচিত পল্লী শাহজাহানপুরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে দ্বীনি প্রতিষ্ঠান মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
ঐতিহাসিক শাহাজাহানপুরে দ্বীনের মশাল প্রজ্বলনের কিংবদন্তি দেশ বিখ্যাত ওয়ায়েজ হাফেজ ক্বারি মাওলানা শোয়াইব আহমদ আশরাফীর স্বপ্নের বাস্তবায়ন দেখলেন হাজার হাজার তৌহিদী জনতা। ২০২৩ সালের ৮ জানুয়ারী রবিবার দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের সম্মানজনক স্থানে।
এখানে মদিনাতুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় এক বছর আগে থেকে উদ্যোগ নেয়া হয় ২০২৩ সালের প্রথম দিন ১ জানুয়ারি ভিত্তি স্থাপনের। উলামায়ে কেরাম সহ অতিথিদের আমন্ত্রণ এবং প্রশাসনকে অবগত করে সম্পন্ন করা হয় মাহফিল আয়োজনের যাবতীয় প্রস্তুতি। ঠিক অন্তিম মূহুর্তে কতিপয় ভূঁইফোড় সংগঠনের ব্যানারে বিশৃঙ্খলা তৈরির অপতৎপরতা চালানো হয়।
তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের অনুরোধে মাদ্রাসার উদ্যোক্তাগণ তথা হাফেজ ক্বারি মাওলানা শোয়াইব আহমদ আশরাফী স্থগিত করেন সেদিনের মাহফিল। এতে মাদ্রাসার অনুসারী ও নবী (সাঃ) প্রেমিকদের মাঝে হতাশা নেমে আসলেেও সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেন মাওলানা আশরাফী। সেই ধৈর্য্যের ফল সুমিষ্ট হয় এর বাস্তবত প্রতিফলন কাঙ্ক্ষিত মদিনাতুল উলুম মাদ্রাসার আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন ও উলামায়ে কেরামের মিলনমেলা।
প্রশাসনের সতর্ক নিরাপত্তা ও সহযোগিতায় আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম এর মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, জামেয়া ইউনুছিয়া বি-বাড়িয়ার মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা মোবারক উল্লাহ, মারকাযুত তারব্যিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী, খ্যাতিসম্পন্ন ক্বারী সাইদুল ইসলাম আসাদ, হাফেজ আব্দুল নুর, মাধবপুর উপজেলা পরিষদের নন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক সহ অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় উলামায়ে কেরাম।
এ ছাড়া অধিকাংশ বক্তা প্রতি বছর এখানে ইসলামী মাহফিল আয়োজনের অভিমত ব্যক্ত করেন এবং উপস্থিত হাজার হাজার তৌহিদী জনতা সমর্থন জানান।