বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি: প্রতিদিনের ন্যায় দিনের ব্যস্ততা শেষে কনকনে শীতে ব্যাবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন ঠিক তখনই দুইটি ব্যবসা প্রতিষ্ঠান আগুন পুড়ে ছাই হয়ে যায়।
বাহুবল উপজেলার মিরপুর বাজারের ২ টি দোকানে আগুন লাগার এ ঘটনা ঘটে।শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান দুটির মধ্যে একটি ভেরাইটিজ পন্যের দোকান শিপরা স্টোর অপরটি সাহেদ ফার্মেসি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক শুকলাল সরকার জানান, “আগুন লাগার কারণ এখনও স্পষ্ট ভাবে পাওয়া যায়নি।
শিপরা স্টোরে প্রায় ৭-৮ লক্ষ টাকার পন্য পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ও দোকানের ফার্নিচারগুলা ও পুড়ে গেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে এই দোকানটিই তার শেষ সম্বল ছিল। এই দোকানের উপার্জনের উপর নির্ভরশীল ছিল তার পুরো পরিবার।
অপর দিকে সাহেদ ফার্মেসীর প্রোপাইটর সাহেদ মিয়া জানান ,র ফার্মেসিতে ২-৩ লক্ষ্ টাকার ঔষধ এবং একটি ল্যাপটপ ছিল যা সম্পুর্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, ধোঁয়া দেখতে পেয়ে কিছু লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে না আসলে তাৎক্ষণিক ফায়ার-সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ততক্ষণে ২ টি দোকানেরই সকল পণ্য পুড়ে ভস্মীভূত হয়ে যায়।