1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

হবিগঞ্জের সংঘর্ষে ৪ পুলিশ আহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি  সংঘর্ষে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বেজুরায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ তার দেহরক্ষী টিটু বর্মণ (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ (২৬) ও আবুল হোসেন (৪৩) আহত হয়েছেন।

 

 

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি সভায় যাওয়ার পথে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৮৯৩৯) পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন।ঘটনার পর মাইক্রোবাসচালক পালিয়ে যান। পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে।

 

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting