সাগর আহমেদ বিশেষ প্রতিনিধি: বাহুবল উপজেলার পুটিজুরী দি মেরিটস্ হোম হাই স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মনোন্নীত শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংগঠক মোঃ সাজ্জাদ মিয়া এর পরিচালনায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি শেখ মখলিছুর রহমান তালুকদার। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, ওই স্কুলের ছাত্র মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব মোঃ মুদ্দত আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট দানবীর নিরঞ্জন সাহা নিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, দ্বিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার, মাওঃ রফিকুল ইসলাম জাফরী।
বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মখলিছুর রহমান, হবিগঞ্জ জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু, শাহ আব্দুল আহাদ, সালেহ আহমেদ সাগর, মামুন তালুকদার, হাবিব উল্লাহ, শওকত আখঞ্জী, মশ্বব আলী, কাজী মাহবুব প্রমুখ। পরে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তির্ণ ৫ জন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এবং শিক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালের পাঠ্যবই বিতরণ করা হয়।