আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: বাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুসহ অনেকজন আহত হয়েছে। ভারতের গুজরাটের নাভসারি এলাকায় শনিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।
আহমেদাবাদ-মুম্বাই হাইওয়ের নাভসারি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ডেপুটি পুলিশ সুপার ভিএন প্যাটেল জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। এছাড়া বাকীদের উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।