কাছে থাকলে তুমি কষ্ট হারিয়ে যায়
মনের সমস্ত দুর্ভোগ আকাশে উড়ে যায়।
কাছে না থাকলে তুমি কষ্ট ডাকে আমায়
কাছে থাকলে তুমি মন খুশি বেজায়,
যেন ফিরে পায় নতুন সতেজ জীবন
মনে হয় বেচে থাকব আজীবন।
কাছে থাকলে তুমি শক্তি আমি পায়
আলো ভরা জীবন ফিরে পায় বারে বার।
কাছে থাকলে তুমি আমার দু- চোখে
অশ্রু আসে আনন্দে স্পন্দনের ডগায়।
কাছে থাকলে তুমি মন আমার সচ্ছ লাগে
মোর জীবনে ল্যাটেস্ট নিউজ দিয়ে যায়।
কাছে থাকলে তুমি কত শত আয়োজন
ওয়াও! কত ভাল লাগে পাশাপাশি দুজনে
চলনা আনন্দের আতজ বাজি ফুটায়।।
প্রকাশক ছাদিকুর রহমান