স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবলে শীতলাছড়া চা বাগানের বঙ্গবন্ধু ফুটবল মাঠ নিয়ে বাগান ও এলাকাবাসীর মাঝে রশিটানাটানি শুরু হয়েছে। এদিকে, খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই মাঠেই স্থানীয় শীতলাছড়া চা শ্রমিক সমিতির ব্যানারে শিশু-কিশোরদের নিয়ে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে টিপু বিন,শীত কুমার বাউড়ি,মিটুন দাস,সত্য নারায়ণ বলেন,আমরাও মানুষ। আমাদের মৌলিক চাহিদা রয়েছে। এলাকায় নেই স্কুল ও খেলার মাঠ। মাঠ জবরদখল করতে দেওয়া হবে না।
অপরদিকে, রশিদপুর চা বাগানের পক্ষে দাবী করা হয়েছে, খেলাধুলায় সুবিদার্থে অন্যত্র বড়সড় করে ২ বিঘা জমিতে মাঠ প্রস্তুত করা হয়েছে,তাছাড়া ওই মাঠের জমি রশিদপুর চা বাগানের অন্তর্ভূত।