মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাট প্রবাসী ঐক্য পরিষদের শুভ উদ্বোধন উপলক্ষে শীতবস্ত্র বিতরন ও অনুদান প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। (২৫ ডিসেম্বর রবিবার) চুনারুঘাট উপজেলা হল রুমে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাজান খান।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ এম শাহীন আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট পৌর কাউন্সিলর লুৎফুর রহমান জালাল সহ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ।
বক্তারা প্রবাসী ঐক্য পরিষদের ভূয়সী প্রশংসা করে বলেন এ সংগঠনটির আজ শুভ উদ্বোধন এই শুভ দিনেই গরীব ও অসহায়দের পাশে দাড়িয়েছে। সকল বক্তাগন সংগঠনটি আগামী দিনে আরো ভালো কাজ করবে এমন শুভ প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে কেক কেটে সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। প্রথম দিনেই দুইশত জন গরীব ও অসহায়দের মাঝে দুইশত পিচ শীতের চাদর বিতরন করা হয় এবং মসজিদের জন্য একটি বড় দেয়াল ঘড়ি প্রদান করা হয়। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।