1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের, ফলে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে লাখাই

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ বার পঠিত

এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ)  প্রতিনিধিঃ  লাখাইয়ে সরিষা আবাদে আগ্রহ বাড়ছে  কৃষকের, চাষাবাদ লক্ষ্যমাত্রা চেয়েও বেশী।লাখাইয়ে তেলজাতীয় ফসল সরিষা আবাদ পুরোদমে এগিয়ে যাচ্ছে। বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায়  সরিষার বাজারমূল্য বৃদ্ধি ও কম খরচে আবাদ করতে পারায় এ বছর সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।

 

 

এদিকে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লাখাই  এর উদ্যোগে কৃষকদের প্রশিক্ষন ও উন্নত জাতের বীজ,সার সহায়তা  প্রদান অব্যাহত থাকায় চাষাবাদে কৃষকদের আগ্রহ বহুগুন বেড়েছে।

 

 

বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়  কৃষকেরা একদিকে  রোপা আমন ধান কাটছে অন্য দিকে সাথে সাথেই কলের লাঙ্গলের সাহায্যে চাষাবাদ করছে সরিষা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লাখাই  সূত্রে জানা যায় চলতি বছর লাখাইয়ে সরিষা চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ হাজার ১২০ হেক্টর জমি।

 

ইতিমধ্যে চাষ হয়েছে ২ হাজার ৪ শত হেক্টর। উপজেলার  মুড়িয়াউক, মোড়াকরি, করাব ও বামৈ ইউনিয়নে সরিষা চাষ বেশী পরিমানে হয়ে থাকে।তবে সবচেয়ে বেশি সরিষা আবাদ হয়ে থাকে মুড়িয়াউক ইউনিয়ন এর মাঠ গুলোতে। কারন এ সকল মাঠে বোরোধান আবাদ অপেক্ষাকৃত কম চাষাবাদ হওয়ায় চলতি বছর সরিষার আবাদ বেড়ে যাওয়ায়  সরিষা নির্ভর মধু সংগ্রহের সম্ভাবনাও বেড়ে গেছে।

 

 

তথ্যানুসন্ধানে জানা যায় ২০১৫ সাল থেকে লাখাইয়ে সরিষা নির্ভর মধু সংগ্রহের উদ্যোগ নেয়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই থেকে প্রায় প্রতি বছরই ১-২ হাজার লিটার মধু আহরিত হয়ে আসছে।চলতি বছর সময়মতো  উদ্যোগ গ্রহণ করতে পারলে মধু সংগ্রহ বহুগুন বেড়ে যাবে। সেই সাথে বৃদ্ধি পাবে সরিষা  ফলনও।

 

যেহেতু মৌমাছি সরিষার পরাগায়নে সহায়তা করে।তদুপরি মৌমাছির বিচরনের মাধ্যমে  রোগ বালাইয়ের আক্রমণ কমে যাওয়ার বালাই নাশক তেমন একটা প্রয়োজন হয় না।

 

 

ফলে কমে যায় খরচও।এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা  শাকিল খন্দকার জানান  এ বছর ইতিমধ্যে লক্ষ্য মাত্রার চেয়েও বেশি সরিষা আবাদ হয়েছে।চাষাবাদ আরোও বাড়বে।আমরা তেল জাতীয় ফসল সরিষা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও বীজ,সার সহায়তা দিয়ে যাচ্ছি। দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আবহাওয়া অনুকূল থাকলে চলতিবৎসর সরিষার ফলন আশানুরূপ হওয়ার আশা করছি।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting