নিজস্ব প্রতিনিধি :লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের নিকট বলভদ্র নদীর তীরে এক অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ শুক্রবার ( ২৩ ডিসেম্বর) সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,অজ্ঞাতনামা লাশটি পুরুষের। বয়স অনুমান ২৮ থেকে ৩০ বছর হবে। লাশের গায়ে হলুদ- কালো গেঞ্জি, পরনে লাল প্যান্ট আছে। ওই ব্যক্তি আনুমানিক ৩ থেকে ৪ দিন পূর্বে মারা গিয়েছে বলে ধারণা করা হয়। লাশের গন্ধ ছড়িয়েছে।
গলার মাফলারের আথে পলিথিন দিয়ে বাঁধানো একটি বাটন মোবাইল ফোন, যার সিম নাম্বার ০১৭৭৬৯২৬০৮২ পাওয়া গিয়েছে। নাসিরনগর থানার আশপাশ এলাকার এবং লাখাই থানার মোরাকুড়ি ও আশপাশ এলাকার বহু লোকজন দেখে লাশটি সনাক্ত করতে পারে নাই।