স্টাফ রিপোর্টার: বাহুবলের মানিকপুর গ্রামে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলছে গরু,ছাগল,ধান লুঠপাট। শুধু তা-ই নয়,মুখের ভাত কেড়ে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাড়ির বিদ্যুতের মিটার। এতে পুরুষ শূন্য বাড়ির নারীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
জানা যায়,বাড়ির রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে একই গ্রামের সফিক মিয়া ও ক্বারী আঃ গফুরের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত মহিলা সহ অর্ধশতাধিক লোক আহত হন। এরমাঝে আব্দুস সালামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়িতে চলে আসার কদিন পর মৃত আলাল উদ্দিনের পুত্র আহত আব্দুস সালাম (৫৫) গত ২০ ডিসেম্বর সন্ধা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতেই মারা যান তিনি। তবেঁ এ ঘটনায় কোন মামলা দায়ের না হলেও মৃত্যুের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও গরু,ছাগল ও ধান লুটপাট সহ নারীদের নানানভাবে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। সরজমিন পরিদর্শনকালে রুমানা আক্তার বলেন, মৃত্যুের পর নিহতের পক্ষের কয়েক ব্যক্তি তার মুখের ভাত কেড়ে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে ঘরের সবকিছু লুটে নেওয়া হয়েছে। আমিনা খাতুন বলেন, গরু,ছাগল সহ পড়নের কাপড় ছাড়া সবই নেয়া হয়েছে। এছাড়া আম্বিয়া খাতুন,মরমচান,খোদজা খাতুন সহ একাধিক মহিলা জানান,রাতের বেলা দরজা,জানালায় টানাটানি করা সহ মহিলাদের বের হয়ে যাওয়ার জন্য ডাকাডাকি ও ভয় দেখানো সহ প্রায় ঘরের গরু,ছাগল, ধান লুটে নেওয়া হয়েছে। এতে তাদের সন্তানদের মুখে খাবার দেওয়ার মত কিছু রাখা হয়নি।