এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে সিএনজির এক চালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি গত রবিবার রাত ৯টার দিকে লাখাইয়েট বুল্লা বাজারের চৌরাস্তায় ঘটেছিল। সুত্র জানায়, হবিগঞ্জ থেকে লাখাইয়ের দিকে বেপরোয়া গতিতে হবিগঞ্জ থ-১১-৯০৪৫ অটোরিক্সা নিয়ে চালক বুল্লা বাজার চৌরাস্তায় পৌছে।
ওই সময় পারাপারকালে সিএনজির ধাক্কায় পূর্ব বুল্লা গ্রামের মৃত হিরাজ মিয়ার ছেলে ওয়াসিম আহমেদ গুরুতরভাবে আহত হয়। এতে ক্ষিপ্ত জনতা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়ে দেয়।
আটককৃত চালক হবিগঞ্জ সদর থানার রিচি ইউনিয়নের কালনী গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোঃ হারুন মিয়া।