1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

লাখাইয়ে বোরো ধান রোপণ শুরু

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ বার পঠিত

এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে হাওরাঞ্চলে বোরোধান রোপন শুরু হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা বোরোধান রোপন ও চারা তোলায় ব্যস্ত সময় পার করছে।

 

হাওরাঞ্চলের অপেক্ষাকৃত নিচু জমিতে  দেশী জাতের বোরোধান ও আগাম জাতের হাইব্রিড জাতের হিরা ধান চাষাবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়  চলতি বৎসর লাখাইয়ে বোরোধান চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে  ১১ হাজার  ১৭৯ হেক্টর জমি। এর মধ্যে দেশী প্রজাতির ধান ১০ হেক্টর, হাইব্রিড জাতের ধান  ৬৬৮৯ হেক্টর  এবং  উচ্চ ফলনশীল( উফসী) জাতের  ৪৪৮০ হেক্টর জমি।

 

এর মধ্যে  হাওরে হাইব্রিড  জাতের ৫৬০৭ হেক্টর, উফসী জাতের ২৭১৩ হেক্টর এবং স্থানীয় জাতের  ১০ হেক্টর। নন- হাওরে হাইব্রিড জাতের ধান ১০৮২ হেক্টর, উফসী জাতের ধান ১৭৬৭ হেক্টর  জমি।ইতিমধ্যে হাইব্রিড জাতের ধান ও দেশীয় জাতের ২৫ হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান  চলতি মৌসুমে বোরোধান চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ১১ হাজার ১৭৯ হেক্টর।

 

বোরোধান চাষাবাদ  বাড়াতে  এবং সময় মতো ধান রোপণ করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর বীজ তলায় কোন সমস্যার সৃষ্টি হয়নি।

 

তাই বোরোধান চাষাবাদ লক্ষ্য মাত্রার চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting