মোঃ মিজানুর রহমান চুনারুঘাট প্রতিনিধিঃ- ইসলামী মূল্যবোধকে জাগ্রত করার লক্ষে চুনারুঘাট সাংস্কৃতিক সংসদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইসলামি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার চুনারুঘাট উত্তর বাজারে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র মোঃ আঃ হান্নান। অধ্যক্ষ মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আমিনূল ইসলাম। উদ্বোধক ছিলেন রানীগাও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট পৌর কমিশনার মোঃ জালাল উদ্দিন, চুনারুঘাট ব্যকস যুগ্ম সম্পাদক মোঃ সাহেব আলী,উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ ঈদ্রিস আলী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাস্টার ফজল তরফদার মাস্টার ইমদাদুল হক,সাংস্কৃতি সংসদের পরিচালক মাওলানা তাজুল ইসলাম, সহকারী পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ (মৌচাস) ও চুনারুঘাট সাংস্কৃতিক সংসদ (চুসাস) এর যৌথ আয়োজনে মনোজ্ঞ দেশাত্মবোধক গান, ফোক গান,মরমি গান সহ বর্তমান সময়ের প্রেক্ষাপটের উপর নাটক পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উভয় সংগঠনের মূল পরিচালনায় ছিলেন চুনারুঘাটের কৃতি সন্তান মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের বাংলা প্রভাষক মোঃ ছায়েদ আলী। পুরো অনুষ্ঠান উপভোগ উপস্থিত শত শত দর্শক। ইসলামী সংস্কৃতির নব চর্চা চুনারুঘাট সাংস্কৃতিক সংসদের মাধ্যমে অব্যাহত থাকবে এমন শুভ প্রত্যাশা চুনারুঘাট উপজেলাবাসীর।