বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা গ্রামের রাস্তাটি ইট রাবিশ ফেলে নিজ উদ্যোগে সংষ্কার করে দিয়েছেন শামীম মেম্বার।
শনিবার (২ জুলাই) সকাল থেকে মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দুই নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ।
তিনি সকাল থেকে নিজে দাড়িয়ে থেকে রাস্তায় কংক্রিটের সুরকি ফেলে মেরামত চালিয়ে যাচ্ছেন।
ওই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি খনাখন্দে ভরপুর হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল দুরুহ হয়ে পড়ে।
বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ওই রাস্তাটি সংষ্কার করার আশ্বাস দিলেও কাজ হয়নি।
মেম্বার শামীম আহমদ বলেন, আমার কাজই হচ্ছে যেখানে অসঙ্গতি সেখানেই কাজ করা, যাদের রাস্তা ভাঙ্গা তাদের রাস্তা সংষ্কার করে দেয়া। যাদের ঘর নেই তাদের ঘর তৈরি করে দেয়া। যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার পৌঁছে দেয়া।
আর সব কিছুর মূলেই রয়েছেন আমার প্রিয় নেতা আমার অভিভাবক ডা: মুশফিক হোসেন চৌধুরী স্যার।
উনার বদৌলতেই আমি মিরপুর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।