হবিগঞ্জ প্রতিনিধি।। হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার কর্তৃক আয়োজীত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় জামিয়া কাসিমুল উলুম বাহুবল চার জন ছাত্র ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। ১৪ ডিসেম্বর জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১টি মাদরাসার ১ শ” জন ছাত্রের মাঝে জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার ৪ জন ছাত্র উত্তির্ন হয়।তারা হলো৫ পাড়া গ্রুপ এ দ্বিতীয় স্হান মোহাম্মদ শায়েখ আহমদ চৌধুরী পিতা মোহাম্মদ শিপন মিয়া চৌধুরী, ৫ পাড়া গ্রুপ এ সপ্তম স্হান মোহাম্মদ মশাহিদ আহমদ পিতা ফজলু মিয়া, ১০ পাড়া গ্রুপ এ ৫ম স্হান মোহাম্মদ মোজাম্মিল হক পিতা ফজলুল হক, ১০ পাড়া গ্রুপ এ ৬ষ্ট স্হান মোহাম্মদ মাহদি হাসান পিতা জালাল উদ্দীন।আলহামদুলিল্লাহ আমরা বাহুবল বাসী তাদের সাফল্যে সাফল্য মণ্ডিত হয়েছি। তাদের জন্য শুভ কামনা রইলো।