শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, শিল্পকলা একাডেমির লিটন রায়, কাওছার আহমেদ সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক জালাল লস্কর,শেখ জাহান রনি, জুলহাস উদ্দিন রিংকু, নাহিদ মিয়া সহ স্কুল- কলেজের শিক্ষার্থী, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।