তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে, টেকেরঘাট বিওপির নিয়মিত একটি টহল দল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে সীমান্ত পিলার ১১৯৯/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। তাহিরপুর উপজেলার ১নং (উত্তর) শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকা থেকে ৯২ বোতল ভারতীয় মদ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ,৩৮ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমন এ তথ্য নিশ্চিত করেছেন।