সাগর আহমেদ বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের আঘাতে নিহত আঃ শহিদের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ ১১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। এতে বাহুবলের বিশিষ্ট আলেমে দ্বীন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মাওলানা আব্দুল বারি আনচারী,মাওলানা আব্দুল খালেক,মাওলানা আজিজুর রহমান মানিক,মাওলানা আব্দুল কাইয়ুম জাকি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
এদিকে , আদিত্যপুরে নিহত আঃ শহিদ হত্যার ঘটনা সরজমিন পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।