সাগর আহমেদ বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিশ্বকাপ খেলা নিয়ে পুত্রের দ্বন্দ্বে পিতা খুনের ঘটনায় থামছেনা পরিবারের আহাজারি। বইছে এলাকায় শোকের ছায়া। এদিকে, গ্রেফতার আতংকে আত্মগোপন করেছেন খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি ও স্বজন পুরুষেরা। বাড়িঘরে নারী ও শিশু ছাড়া পুরুষেরা কেউ নেই বলে দাবী করেছেন নারীরা। ঘটনাটি উপজেলার আদিত্যপুর গ্রামের।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে। এলাকাবাসী জানান, গত ৯ ডিসেম্বর শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার পুত্র মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আঃ শহিদের পুত্র রুখন মিয়ার মাঝে মতবিরোধের ঘটনা ঘটে। এ ঘটনার জের গত ১০ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আঃ শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে মারপিট করে। গুরুতর আহতাবস্থায় আঃ শহিদকে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এব্যাপারে নিহত আঃ শহিদের ভাই মাসুক মিয়া জানান, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবেঁ অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান জানিয়েছেন, এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও গ্রেফতার চেষ্টা চলছে।