এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে ভাদিকারা পশ্চিমগ্রামের রাস্থাটি বিগত ৫০ বছরেও উন্নয়নের মুখ দেখেনি।
ফলে জন দুর্ভোগ চরমে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৭ নং ওয়ার্ডে অবস্থিত পশ্চিমগ্রাম নামের রাস্থাটি বিগত ৫০ বছরেও উন্নয়নের মুখ দেখেনি। এ ব্যাপারে স্থানীয় মোঃ তাউস মিয়ার সাথে আলাপকালে তিনি জানান ঐ রাস্থটি গত ৫০ বছর যাবত ৭নং ওয়ার্ড বাসী জনচলাচল ও হাল গরু নিয়ে চলাচল করতে নানা ভোগান্তিতে পরতে হচ্ছে কিন্ত কেউ এ বিষয়ে নজর দিচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায় ভাদিকারা মিল থেকে সুতাং নদী পর্যন্ত ৩ কিলোমিটার রাস্থাটির বেহাল অবস্থা যেন দেখেও না দেখার ভ্যান করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্থানীয় সরকার অধিদপ্তর লাখাই উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি এ উপজেলায় যোগদান করার পর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং যে সব এলাকার রাস্থাঘাঠ উন্নয়ন হয়নি সেই সব রাস্থাগুলি উন্নয়ন করার জন্য আমি আপ্রান চেষ্টা করব।
তবে আপনি যে রাস্থাটির কথা বলেছেন সেই রাস্থাটি ১ কিলোমিটার রাস্থা সিসি ঢালাইয়ের কাজ করা হয়েছে বাকি ২ কিলোমিটার রাস্থাটি সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুনের বাড়ী হইতপ সুতাং নদীর পাড় হয়ে নোয়াগাও পর্যন্ত ২কিঃ মিঃ ১.১ রাস্থাটি করার জন্য আইডি ভুক্ত করা হয়েছে। সরকারী ভাবে বরাদ্ধ আসলে অচিরেই রাস্থার কাজ করে দিব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি উন্নয়নে বিশ্বাসী তাই ঐ রাস্থাটি সিসি ঢালাইয়ের মাধ্যমে এ রাস্থাটি করার জন্য আমি চেষ্টা করব। এলাকাবাসীর দাবী জন দুর্ভোগ লাগব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।