গোয়াইঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের আয়োজনে গুচ্ছগ্রাম প্রিমিয়ার লীগ (জিপিএল)’র ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান।
সীমান্ত যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম’র পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (২) জালাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন, সাংবাদিক সাইদুল ইসলাম, বৃহত্তর জাফলং সংগ্রাম পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সহ-সভাপতি সুলতান রাজা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।