আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে কলেজ ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালতে বখাটের বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বখাটের নাম তাজুল ইসলাম (২৫) সে বাদাউড়ি গ্রামের মুতি মিয়ার পুত্র।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের বড়সড়ক গ্রামের কলেজ পড়ুয়া এক মেয়ে এসিল্যান্ড অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় আসরের নামাজের পর বখাটে তাজুল ঐ ছাত্রীকে উত্যক্ত করে।
এ সময় বখাটে যুবক ছাত্রীর কাছে তার ফোন নম্বর দেওয়ার জন্য জোর চাপাচাপি করে।
এক পর্যায়ে বাধ্য হয়ে নির্যাতনের শিকার ওই কলেজ ছাত্রী এসিল্যান্ড অফিসের ভিতরে ঢুকে পড়ে এবং উক্ত ঘটনাটি এসিল্যান্ড অবগত করে এই ঘটনার জন্য তার কাছে বিচার প্রার্থী হয়।
তাতক্ষনিকভাবে এসিল্যান্ডের নির্দেশে বখাটে তাজুল কে আটক করা হয়। এবং অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে তাজুল ইসলাম কে ৬মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বখাটের অভিভাবকরা এসে জরিমানার ১০টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।
এ সময় বানিয়াচং ১ নং উত্তর পূর্ব ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান খান মেম্বার শমশের আলী সহ এলাকার মানুষজন উপস্থিত ছিলেন।