স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে মাধবপুর সার্কেলের এএসপি মহসিন আল মুরাদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট থানা হলরুমে বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের বিদায়ী এএসপি মহসিন আল মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এস আই অজিত কুমার তালুকদারের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এস আই ফজলে রাব্বী, এস আই লিটন রায়, এস আই তরকিুল ইসলাম, এস আই তরিকুল ইসলাম হিমন, এস আই রফিকুল ইসলাম, এ এস আই কামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে খুলনা জেলায় যোগদান করবেন।