স্টাফ রিপোর্টার: গত ৭ ডিসেম্বর বুধবার পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে শটগান থাকা ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদকর্মীদের এ তথ্য জানান।
নয়াপল্টনে বিপ্লব কুমার সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তি কে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। তাকে এখনো চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
ওই ব্যক্তি আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য কি না জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে।