নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবককে হেরোইনসহ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিওর থানার শামীম শিকদারের ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া রেলস্টেশন্থ বটতলার পূর্বপাশে নুরু মন্ডলের মটর সাইকেল পার্কিং গ্যারেজের উপর থেকে নুরুল ইসলামকে ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাসহ আজ বৃহস্পতিবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।