বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে উপজেলা চেয়ারম্যানের পুত্র সৈয়দ ইসলামকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা থানা পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে বাহুবল বাজার থেকে এসআই সমিরণ দাসের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, উপজেলা চেয়ারম্যান ও লোহাখলা গ্রামের বাসিন্দা সৈয়দ খলিলুর রহমানের পুত্র সৈয়দ ইসলামের বিরুদ্ধে ঢাকা কোর্টে জননিরাপত্তা বিশেষ ট্রাইবুনাল আদালতে একটি মামলায় তার উপর গ্রেফতারি পরোয়ানাজারী করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত দাবী করে জানান, ঢাকার একটি ইয়াবা মামলায় সে পলাতক ছিল, সেই ওয়ারেন্টের মূলে তাকে গ্রেফতার করা হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান জানান, ভাইয়েভাইয়ে বিরোধ ছিল। সে মিথ্যা মামলার শিকার।