স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল এর প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনকে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রভাবশালী সাজ্জাদুর রহমান চৌধুরী কর্তৃক প্রাণনাশের হুমকি সহ গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ ডিসেম্বর রবিবার নবীগঞ্জ থানায় একটি জিডি এন্ট্রি দায়ের করেন প্রধান শিক্ষক। তিনি অভিযোগে উল্লেখ করেন, ঘোলডুবা গ্রামের মৃত আব্দুস সালাম চৌধুরীর পুত্র সাজ্জাদুর রহমান চৌধুরী তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ছিলেন।
গত ২৩ নভেম্বর রোজ বুধবার দুপুর অনুমান সাড়ে ১২টায় তিনি তার অফিস কক্ষে দাপ্তরিক কার্যকালীন সময়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী তার অফিস কক্ষে প্রবেশ করে তার নিকট গত ২২ নভেম্বর অনুষ্ঠিত ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সংক্রান্ত সভার রেজুলেশন কপি সহ স্কুলের বিগত বছর গুলির সভা সমূহের রেজুলেশন কপি সাজ্জাদুর রহমান কে দেওয়ার জন্য জোর দাবি করেন।
এতে তিনি তাকে উক্ত রেজুলেশন কপি সমূহ দিতে অপারগতা প্রকাশ করিলে তিনি তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ এর পাশাপাশি মারমুখি অশালীন আচরন শুরু করেন।
এ সময় তিনি তাকে বিনয়ের সহিত বলেন যে, আপনি অত্র স্কুলের কোন ছাত্রের অভিভাবক বা দাতা বা প্রতিষ্ঠাতা সদস্য কিংবা বর্তমান নির্বাচিত কমিটির সাথেও আপনার কোন সংশ্লিষ্টতা নেই, বিধায় আপনাকে প্রতিষ্ঠানের কোন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ ও দলিলাদি দেওয়ার আইনগত কোনো বিধান নেই।
এ কথা শুনে তিনি উত্তেজিত হয়ে বলেন তাকে রেজুলেশন কপি না দিলে তিনি রাস্তা ঘাট কিংবা বিদ্যালয় ক্যাম্পাসে তাকে যেকোন সময় নাজেহাল এবং অপদস্ত করার পাশাপাশি তিনি তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
এসময় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রকিব ঘটনা স্থলে উপস্থিত থেকে তিনি তাকে সাজ্জাদুর রহমান চৌধুরীর হাত থেকে রক্ষা করেন। প্রধান শিক্ষক আরো বলেন সাজ্জাদুর রহমান চৌধুরী তার দল-বল নিয়ে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর তারিখে তিনি বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন অবস্থায় তাকে স্কুলস্থ তার অফিস কক্ষে প্রবেশ করে সেখানে তাকে তালাবদ্ধ করিয়া তার মোবাইল ফোন ও অফিস কক্ষের বিভিন্ন আলমিরার চাবি ছিনিয়ে নেওয়া সহ তাকে হত্যা করিয়া লাশ গুম করিবার হুমকি দেন।
তৎসময়ে উক্ত বিষয়টি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ঘটনার বিষয়টি অবহিত করেন। এমনকি থানায়ও একটি অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সাজ্জাদুর রহমান চৌধুরীর আচরণ অত্যান্ত ভয়নক, বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সহ স্বাভাবিক নিরাপত্তাহীনায় ভুগছেন প্রধান শিক্ষক কামাল উদ্দিন ।
তাৎক্ষণিক প্রধান এ বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোলডুবা এম সি উচ্চ বিদ্যালয় ও ভোকেশনালের সভাপতি মহোদয় কে লিখিতভাবে অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তা অগ্রায়ন করে আইনানুগ ব্যবস্হা গ্রহনের নিমিত্তে থানায় প্রেরন করেন।
পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক তাঁর ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে সাজ্জাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল ৪ ডিসেম্বর ২০২২ইং তারিখে নবীগঞ্জ থানায় সমুহ ঘটনাদি উল্লেখ করে একটি জি. ডি- নং- ৪২৭ দায়ের করেন। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা সমালোচনা সহ স্কুল ম্যানেজিং কমিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সচেতন মহলের দাবী প্রধান শিক্ষককে হুমকি দাতা প্রভাবশালী সাজ্জাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে তড়িৎ আইনী পদক্ষেপ গ্রহণে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে নতুবা যেকোনো সময় স্কুলের প্রধান শিক্ষকের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন সাজ্জাদুর রহমান চৌধুরী ও তার লোকজন৷