নতুন কুড়িঁ ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।
জানা যায় ৪ ডিসেম্বর রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় কতৃক শহরে অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগীতায় সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে সাদিক চক্ষু হাসপাতাল ফার্মেসি কে ১০,০০০/- খাবারে রঙ ব্যাবহারের অপরাধে ফুড গ্যালারী কে ৬,০০০/- এবং রুপসজ্জা গোল্ডপ্লেট এন্ড কসমেটিকস কে বি এস টি আই কতৃক নিষিদ্ধ কস্মেটিক্স বিক্রয়ের অপরাধে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।