এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেলের নেতৃত্বে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্মারকলিপি পেশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশরে হবিগঞ্জ জেলা শাখার আসাদুজ্জামান লিটন, হযরত মাওঃ শামছুল হক, হযরত মাওঃ আবু মুসা সাদ, সহ অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি তে বলা হয়েছে বাংলাদেশ সকল শিক্ষা প্রতিস্টানে ধর্মীয় শিক্ষা সম্পৃক্ত করার জন্য দাবী জানানো হয়েছে।