জাহাঙ্গীর মিয়া,বাহুবল থেকে:বাহুবলে অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করলো স্থানীয় জনগণ।
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন এর দ্বিগাম্বর বাজারে এক অজ্ঞাত ব্যাক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনগণ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর সন্ধা ৬ টার দিকে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে টাকা-সিলেট মহারোড এ চলাচলকারী একটি বাস থেকে অজ্ঞাত ব্যাক্তিকে নামিয়ে দিয়ে যায়। অচেতন অবস্থায় পড়ে থাকলে স্থানীয় মানুষরা তাকে দেখতে পেলে তাকে উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে কোনো অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পড়ে অচতেন হয়ে পড়লে তার সবকিছু লুট করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও জ্ঞান ফিরেনি।