হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মটর সাইকেল চোরচক্রের মূলহোতাকে গ্রেফতারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রিপন মিয়া (৩০) নামে ওই মূলহোতাকে বুধবার (৩০ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সম্ভুপুর রেললাইন বস্তি থেকে গ্রেফতার করে র্যাব-৯ এর সিপিসি-১।
রিপন মিয়া হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা এলাকার মৃত নূর আলীর ছেলে। র্যাব জানায়, গ্রেফতার রিপনের নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
এসব অপরাধের দায়ে সে একাধিকবার জেল খেটেছে।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমাণ্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে গ্রেফতারকৃত রিপন মিয়াকে ভৈরব থেকে গ্রেফতার করার পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেফতারকৃত আসামী রিপন মিয়া আন্তঃজেলা মটর সাইকেল চোরচক্রের মূলহোতা। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। সে একাধিকবার জেল হাজতে ছিল।
নাহিদ হাসান বলেন, রিপনসহ তার চক্রের সদস্যরা সম্প্রতি জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটর সাইকলে চুরি করে। যা নিয়ে মোটর সাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং চুরি হওয়া মটর সাইকেল উদ্ধারে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।